ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ডিভিডেন্ড না দিলেও রেকর্ড ডেটের পরই ক্রেতাশূন্য

২০২৪ সেপ্টেম্বর ০৪ ১৮:০৪:০৭
ডিভিডেন্ড না দিলেও রেকর্ড ডেটের পরই ক্রেতাশূন্য

নিজস্ব প্রতিবেদক : কোনো সমন্বন না থাকলেও রেকর্ড ডেট পরবর্তী কর্মদিবসেই ক্রেতা শূন্য হয়ে পড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স। বিনিয়োগকারীদের অভিযোগ শেয়ারটি নিয়ে এক শ্রেণীর বিনিয়োগকারীরা লোভের বসবর্তী হয়ে এর দর কমাতে চাচ্ছে। যার কারণে ইচ্ছাকৃতই শেয়ারটি কমার সর্বোচ্চ সার্কিট স্পর্শ করে শেয়ারটির দর।

আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ৫ টাকা ১০ পয়সায়। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয় ৪ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ কমে যায়।

রেকর্ড ডেটের আগে ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এই কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। স্পট মার্কেটে লেনদেনের প্রথম দিন শেয়ারটির দর কিছুটা কমে। তবে পরের কর্মদিবসেই ৩০ পয়সা বা ৬.৫০ শতাংশ বাড়ে। এর পরের কর্ম দিবস না বাড়লেও রেকর্ড ডেট সংক্রান্ত কারণে ৩ সেপ্টেম্বর লেনদেন বন্ধ থাকে। তবে রেকর্ড ডেট থেকে বাজারে ফিরেই ক্রেতা শূন্য হয়ে যায় কোম্পানিটির শেয়ার।

বিনিয়োগকারীরা বলছেন, শেয়ারটি নিয়ে অস্থিরাত তৈরি করতে যাচ্ছে। তা না হলে কেনইবা রেকর্ড ডেট থেকে ফিরেই ক্রেতা শূন্য হয়ে যাবে। শেয়ারটি পাবার আশায় এর দর কমার সর্বোচ্চ সীমায় ক্রয়ের অর্ডার দেয় । যাতে কেউ শেয়ারটি না কিনতে পারে।

বাজার বিশ্লেষকরা বলেন, বিনিয়োগকারীদের সর্ব অবস্থায় সজাগ থাকতে হবে। যাতে করে কেউ কোনো কোম্পানির শেয়ার নিয়ে খেলতে পারে। দেখে এবং ভালো করে বুঝে কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে হবে। সজাগ থাকলে কিছুটা দুর্বল কোম্পানি থেকেও মুনাফা তোলা যায়।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে