ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারের সাত ব্যাংকের ঝুঁকিপূর্ণ ঋণের তথ্য চায় কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সেপ্টেম্বর ০৩ ১৯:২৫:৪২
শেয়ারবাজারের সাত ব্যাংকের ঝুঁকিপূর্ণ ঋণের তথ্য চায় কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে শেয়ারবাজারের সাতটি ব্যাংকের পর্ষদ এই পর্যন্ত পুনর্গঠন করা হয়েছে। ওই ব্যাংকগুলোর কী পরিমাণ টাকা প্রভাবশালীদের কাছে আটকে রয়েছে, তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

পাশাপাশি এসব ব্যাংকে যে তারল্য–সংকট চলছে, তা থেকে উত্তরণে কী পরিকল্পনা করা হয়েছে, তা–ও জানতে চেয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

এর মধ্যে প্রথম ছয়টি এস আলম গ্রুপের মালিকানাধীন। পর্ষদ পুনর্গঠন করে গ্রুপটির নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে এসব ব্যাংক।

এর আগে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর নিরুদ্দেশ হয়ে যান গভর্নর আব্দুর রউফ তালুকদার। পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দিয়ে আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, যাঁরা ব্যাংকের টাকা নিয়ে ফেরত দেননি, তাঁদের ছাড় দেওয়া হবে না। দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে।

এরপর ২০ আগস্ট ন্যাশনাল ব্যাংকের পর্ষদ বিলুপ্তের মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু করা হয়। এখন পুনর্গঠিত পর্ষদের মাধ্যমে কীভাবে ব্যাংকগুলোর উন্নতি করা যায়, তা নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর সঙ্গে পর্যায়ক্রমে সভা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।

পুনর্গঠিত একটি ব্যাংকের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, একদিকে ব্যাংকগুলো লুটপাট হয়েছে, অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিয়েছে। পর্ষদ পুনর্গঠন করায় এখন লুটপাট বন্ধ হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে। টাকার সংকটে অনেক শাখা বন্ধ রাখতে হচ্ছে।

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, লুটপাট, অনিয়ম ও দুর্নীতি বন্ধ হওয়ায় ব্যাংকগুলোর পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে এবং আমানতকারীদের আস্থায় ফিরে আসবে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে