ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ফাইন ফুডসে নতুন দুই পরিচালক নিয়োগ

২০২৪ সেপ্টেম্বর ০৩ ১৫:৫১:৩৯
ফাইন ফুডসে নতুন দুই পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডে দুজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন পরিচালকরা হলেন- সালাউদ্দিন হায়দার এবং বিশ্বজিৎ দাস।

সোমবার (০২ সেপ্টেম্বর) থেকে তাদের নিয়োগ কার্যকর করা হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হয় । কিন্তু ফাইন ফুডসের উদ্যোক্তা ও পরিচালকদের সম্মলিত শেয়ার ধারণের হার গত কয়েক বছর ধরে ১০ শতাংশের নিচে রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৭ মার্চ কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি পাঠায় বিএসইসি। চিঠিতে ফাইন ফুডসের উদ্যোক্তা ও পরিচালকদের বিএসইসির নির্দেশনা মেনে শিগগিরই ৩০ শতাংশ শেয়ার ধারণ করার নির্দেশনা দেওয়া হয়।

২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৯১৮টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৯.০৮ শতাংশ শেয়ার। বাকি ২৬.৬৬ শতাংশ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ৬৪.২৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে