ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

মুনাফা তোলায় স্বাভাবিক সংশোধন শেয়ারবাজারে

২০২৪ সেপ্টেম্বর ০২ ১৫:৫০:৪৭
মুনাফা তোলায় স্বাভাবিক সংশোধন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: টানা তিন কর্মদিবস ইতিবাচক ছিল দেশের শেয়ারবাজার। ওই তিন কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৪৪ পয়েন্ট। এতে যারা মুনাফায় ছিলেন, তারা আজ মুনাফা তুলেছেন। মুনাফা তোলার চাপে তিন কর্মদিবস পর আজ শেয়ারবাজারে স্বাভাবিক সংশোধন হয়েছে। আজ ডিএসইর সূচক কমেছে ২৬ পয়েন্ট।

আগেরদিন রোববার ডিএসইর সূচক বেড়েছিল ২৫ পয়েন্ট। কিন্তু আগেরদিন বাজার ইতিবাচক থাকলেও আজ লেনদেন শুরু হয় নেতিবাচক প্রবণতায়। লেনদেন শুরুর ০২ মিনিটের মাথায় ডিএসইর সূচক ১৫ পয়েন্ট মাইনাস হয়ে যায়। এরপর লেনেদেনের ১০ মিনিটের মাথায় বাজার ১১ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। লেনদেনের ৩৪ মিনিটের মাথায় ডিএসইর সূচকে আরও অগ্রগতি দেখা যায়। তখন সূচক প্লাস দেখা যায় ৩১ পয়েন্ট।

এরপর মুনাফা তোলার চাপে সূচকে দেখাা যায় আবারও পিছুটান। বেলা সাড়ে ১১টায় ডিএসইর সূচক আবারও ১৪ পয়েন্ট মাইনাস হয়ে যায়। এরপর সামনে-পেছনে আসা-যাওয়া করে দুপুর পৌনে ২টায় সূচক বড় আরও নেতিবাচক হয়। শেষবেলায় পতন প্রবণতা স্থির হয় প্রায় ২৬ পয়েন্টে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ সূচকের স্বাভাবিক সংশোধন হয়েছে। যা একেবারেই অস্থায়ী। সংশোধনের এই প্রবণতা দুই-এক দিনের মধ্যেই কেটে যাবে এবং এরমধ্যেই বাজার আবার সামনের দিকে অগ্রসর হবে।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৩ পয়েন্টে। আগেরদিন ডিএসইর সূচক বেড়েছিল ২৫ পয়েন্ট।

এদিন ডিএসইতে ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৯৩৩ কোটি ৬৩ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১৩১ কোটি ৯১ লাখ টাকা বা ১৪ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮০টির বা ২০.১৫ শতাংশের। আর দর কমেছে ২৯১টির বা ৭৩.২৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৬টির বা ৬.৫৪ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০টির, কমেছে ১৫৭টির এবং পরিবর্তন হয়নি ২২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬ হাজার ৫৮৬ পয়েন্টে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে