ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত

২০২৪ আগস্ট ৩০ ২২:৩০:৫১
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তারপর বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

এদিকে, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাই আইনগতভাবে এখন ৪৫ দিন ভারতে থাকতে পারবেন তিনি। এর মধ্যে তিন সপ্তাহের বেশি পার হয়ে গেছে।

এমন অবস্থায় শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে ভারতের জবাব কী হবে, এমন প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে।

এই প্রশ্নের অবশ্য সরাসরি কোনো উত্তর দিতে পারেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বরং এই প্রশ্নকে ‘অনুমাননির্ভর’ হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বলেন, গত ৫ আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন। তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনাপ্রসূত।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর দুর্বৃত্তদের নিশানা হয় ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। এই হামলার ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের যথাসাধ্য চেষ্টা করেছে। অস্থিরতা শেষে উন্নয়ন সহযোগিতা আবার শুরু হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে