ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত

২০২৪ আগস্ট ৩০ ১৯:৪৮:৪১
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট পরবর্তী দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) সভাপতি ও মহাসচিব পদত্যাগ করেছেন। কমিটির অন্যান্য সদস্যরাও সার্বিক কার্যক্রমে অনুপস্থিত। যার ফলে ডুয়ার সার্বিক কার্যক্রেম অচল হয়ে পড়ে।

এমতাবস্থায় ডুয়ার জীবন সদস্যরা আজ ৩০ আগস্ট, শুক্রবার বিকাল ৫ ঘটিকায় অ্যালামনাই ফ্লোরে এক সাধারণ মতবিনিময় সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডুয়ার সাবেক যুগ্ন-মহাসচিব সৈয়দ আমিনুর রহমান মাইকেল। ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সাবেক সাধারণ সম্পাদক ড. শরীফুল ইসলাম দুলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডুয়ার সদস্যদের মধ্যে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, এবিএম মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম সিকদার, নীলুফার চৌধুরী মনি, মেজবাহ উদ্দিন আলী, অধ্যক্ষ এম এ মোনায়েম, আলী আক্কাস নাদিম, শামছুজ্জা্মান মেহেদি, আবদুস সাত্তার মিয়াজী, মুস্তাফিজুর রহমান, নাসিমা আক্তার শিমু প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে ডুয়া’র সদস্য শামছুজ্জামান দুদুকে আহ্বায়ক, সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এটিএম আবদুল বারী ডেনি ও নীলুফার ইয়াসমিন মনিকে সদস্য করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা দায়িত্ব প্রদান করা হয়।

গঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি পরবর্তী ১২০ কার্যদিবসের মধ্যে ডুয়ার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে