ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

অধ্যক্ষের অনুপস্থিতিতে যেভাবে বেতন পাবেন শিক্ষকরা

২০২৪ আগস্ট ৩০ ১৯:১৫:১৪
অধ্যক্ষের অনুপস্থিতিতে যেভাবে বেতন পাবেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের পর দেশজুড়ে চলমান পরিস্থিতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের মুখে ভিসিরা পদত্যাগ করেছেন।

আর তাই অধ্যক্ষের অনুপস্থিতিতে সভাপতির স্বাক্ষরে শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন-ভাতাদি দেয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ সময় তিনি অধ্যক্ষের দায়িত্বও পালন করবেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উদ্ভূত বিদ্যমান পরিস্থিতির আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে বিধি অনুসরণে অধ্যক্ষের দায়িত্ব প্রদানের ক্ষমতা (এডহক কমিটির) নবনিযুক্ত সভাপতির ওপর ন্যস্ত করা হলো। উক্ত প্রজ্ঞাপনে প্রযোজ্য ক্ষেত্রে মনোনীত সভাপতির একক স্বাক্ষরে শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতাদি প্রদান করার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে ।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে