ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক পাটমন্ত্রীকে

২০২৪ আগস্ট ৩০ ১৯:১০:০৩
রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক পাটমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক : সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে, শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরদিন রোববার (২৫ আগস্ট) বিকেলে আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরাও। তাদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে