ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

৯ কোম্পানির শেয়ার বিক্রিতে বিনিয়োগকারীদের অনীহা

২০২৪ আগস্ট ২৮ ১৬:১৯:৪৯
৯ কোম্পানির শেয়ার বিক্রিতে বিনিয়োগকারীদের অনীহা

নিজস্ব প্রতিবেদক : আগের কর্মদিবস কমলেও বুধবার (২৮ আগস্ট) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭১টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে মাত্র ৯টি কোম্পানির শেয়ার বিক্রি করতে অনীহা দেখা গেছে।

কোম্পানিগুলো হলোঃ সেন্ট্রাল ফার্মা, ঢাকা ডাইং, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, কর্নফুলি ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং পিপলস ইন্স্যুরেন্স।

আগেরদিন সেন্ট্রাল ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫ টাকা ১০ পয়সায়। আজ শেয়ারটির ক্লোজিং দর দাঁড়ায় ১৬ টাকা ৬০ পয়সা। এই শেয়ারটির দর আজ ১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এই শেয়ার কেনার বিনিয়োগকারী থাকলেও বিক্রি করার বিনিয়োগকারী ছিল না।

ঢাকা ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ১২ টাকা ৮০ পয়সা। আজ শেয়ারটির ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকায়। শেয়ারটির দর আজ ১ টাকা ২০ পয়সা বা ৯.৩৭ শতাংশ বেড়েছে। এই শেয়ার কেনার জন্য বিনিয়োগকারী থাকলেও বিক্রি করার মতো বিনিয়োগকারী ছিল না।

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ারেও আজ বিক্রি করার মতো বিনিয়োগকারী খুঁজে পাওয়া যায়নি। শেয়ারটির ক্লোজিং দর গতকাল ছিল ৩৯ টাকা ৫০ পয়সায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৩ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ এই শেয়ারের দর ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।

এছাড়া ফারইস্ট ফাইন্যান্সের দর বেড়েছে ৮.৮৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৯.৭৯ শতাংশ, কর্নফুলি ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৯৮ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৭৪ শতাংশ। এসব কোম্পানির শেয়ার কেনার জন্য শেষবেলা পর্যন্ত বিনিয়োগকারীদের চাপ ছিল। তবে শেয়ারগুলো যাদের কাছে ছিল তার বিক্রি করতে অনীহা দেখিয়েছে। যার ফলে ক্রেতারা শেয়ারগুলো কিনতে আগ্রহী হলেও কিনতে পারেনি।

বাজার বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। তাদের নানা রকম ইতিবাচক পদক্ষেপে অন্যান্য খাতের মতো শেয়ারবাজারেও আস্থা ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের। এই আস্থার প্রতিফলন আজ শেয়ারবাজারে দেখা গেছে। শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ ৬৮ শতাংশের বেশি প্রতিষ্ঠানের দর বেড়েছে। বিপরীতে ১৯ শতাংশের বেশি দর কমেছে এবং ১২ শতাংশের বেশি দর অপরিবর্তিত রয়েছে। কিছু কিছু শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বেশি আগ্রহ লক্ষ করা গেছে। আবার কিছু কিছু কোম্পানির টানা পতন আজ থেমেছে। যা বাজারের জন্য শুভ লক্ষণ।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে