ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

আরাফাতের বিরুদ্ধে হিরো আলমের হত্যা চেষ্টা মামলার আবেদন

২০২৪ আগস্ট ২৮ ১৬:০০:৫৫
আরাফাতের বিরুদ্ধে হিরো আলমের হত্যা চেষ্টা মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক : হত্যা চেষ্টার অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তিনি এ আবেদন করেছেন। আদালত তাঁর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন। হিরো আলম নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, ২০২৩ সালের ১৭ জুলাই সকাল থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর হিরো আলম বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করতে থাকেন। পরে বিকেল সাড়ে ৩টায় হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র পরিদর্শনে যান।

প্রায় ৪০ মিনিট কেন্দ্র পরিদর্শন শেষে ৫ থেকে ৬ সহযোগীসহ হিরো আলম বের হয়ে আসার সময় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন তাদের গতিরোধ করে বিভিন্ন ধরনের গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে হিরো আলমকে আক্রমণ করে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকে।

মারধরের একপর্যায়ে তাদের মধ্যে থেকে অজ্ঞাতনামা একজন হত্যার উদ্দেশ্যে হিরো আলমের কলার চেপে শ্বাসরোধে চেষ্টা করে। এরমধ্যে আরেকজন তলপেটে লাথি মারলে হিরো আলম রাস্তায় পড়ে যান। রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি আসামিরা তাঁকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং টানাহেঁচড়া করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী রাজীব, রনি ও আল আমিন বাঁচাতে আসলে তাঁদেরও মারপিট করে জখম করে আসামিরা। হিরো আলমের ওপর হামলার ঘটনায় পরদিন ১৮ জুলাই তাঁর ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন। তবে রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় হিরো আলম আজ নিজে বাদী হয়ে মামলার আবেদন করলেন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে