ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

১০ দিনের ব্যবধানে ইউসিবির নতুন চেয়ারম্যান

২০২৪ আগস্ট ২৬ ১৭:১২:১০
১০ দিনের ব্যবধানে ইউসিবির নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর চেয়ারম্যান পদে ব্যাংকটির স্বতন্ত্র্য পরিচালক ড. অপরূপ চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে ব্যাংকটির চেয়ারম্যান পদে এই পরিবর্তন আনা হলো।

মঙ্গলবার (২৭ আগস্ট) ব্যাংকটির পরিচালনা পর্ষদের একই সভায় নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে বশির আহমেদকে নির্বাচিত করা হয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বোন রোকসানা জামান চৌধুরীকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

তারও আগে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের স্ত্রী রুখমিলা জামান চৌধুরী ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন।

ইউসিবির নতুন চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী বাংলাদেশ সরকারের সাবেক সচিব। তিনি দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তৃণমূল প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং কর্পোরেট অঙ্গনে সুনামের সাথে কাজ করেছেন।

ব্যাংকটির নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত বশির আহমেদ এয়ারমেট গুডি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গুডি এক্সেসরিজ (প্রাইভেট) লিমিটেড, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড, বি অ্যান্ড বি ইলেকট্রনিক্স, বি অ্যান্ড বি ফুড অ্যান্ড বেভারেজ, বি অ্যান্ড বি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ঢাকা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, বার্ড ইন্টারন্যাশনাল মেটল এম্পোরিয়াম, পেটাল এন্টারপ্রাইজ প্রভৃতির প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে