ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিএসইসি’র ১০ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্ত করা হবে

২০২৪ আগস্ট ২৬ ১৪:৫৪:১৩
বিএসইসি’র ১০ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্ত করা হবে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, বিএসইসিতে গত ১০ বছরে যেসব অনিয়ম-দুর্নীতি হয়েছে সেগুলো তদন্ত করে দেখা হবে। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে অতীতে যেসব কর্মকাণ্ড হয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে খতিয়ে দেখতে হবে। একই সাথে ভবিষ্যতে যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বিএসইসি’র গত ১০ বছরের কার্যক্রম ব্যাপকভাবে পর্যালোচনা করা হবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে