ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বেক্সিমকো ফার্মার প্রতিদিনের কার্যক্রমে সালমানের কোনো ভূমিকা নেই

২০২৪ আগস্ট ২৪ ২০:১৮:২০
বেক্সিমকো ফার্মার প্রতিদিনের কার্যক্রমে সালমানের কোনো ভূমিকা নেই

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বলেছে, সালমান এফ রহমান কোম্পানিটির নন-এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হওয়ায় প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রমে তার কোনো ভূমিকা নেই।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় গত ১৫ আগস্ট লন্ডন স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে ওষুধ উৎপাদনকারী কোম্পানিটি একথা জানায়।

বিবৃতিতে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা উল্লেখ করেছে, সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা ছিলেন।

কোম্পানি মিডিয়া রিপোর্ট থেকে জানতে পেরেছে, সালমান এফ রহমানকে ১৩ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে এবং অধিকতর তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বেক্সিমকো ফার্মা জানিয়েছে, কোম্পানিটি এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আরও তথ্য লন্ডন স্টক এক্সচেঞ্জকে সরবরাহ করবে।

গত ১৩ আগস্ট বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লন্ডন স্টক এক্সচেঞ্জকে জানিয়েছিল- শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক অস্থিরতার সময় কোম্পানিটির ওষুধ উৎপাদন এবং বিতরণে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।

এক বিবৃতিতে বেক্সিমকো ফার্মা বলেছে, দেশের বিভিন্ন অংশে কর্মীদের নিরাপত্তা ও কল্যাণের স্বার্থে কোম্পানির কার্যক্রম সীমিত করা হয়েছিল।

বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইঙ্গিত দিয়েছে, তারা চলমান অস্থিরতা মোকাবেলায় অগ্রাধিকার দিতে চায় এবং এই আশ্বাসে কোম্পানিটি স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে।

বাজার তথ্যে দেখা যায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের আগেরদিন ০৪ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার শেয়ারদর ছিল ১০৫ টাকা ২০ পয়সা। যা ধারাবাহিকভাবে কমে সর্বশেষ ২২ আগস্ট বৃহস্পতিবার দাঁড়িয়েছে ৭৩ টাকা ৬০ পয়সায়।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে