ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনেও স্বস্তিতে ‘এ’ ক্যাটাগরির ৮ শেয়ারের বিনিয়োগকারীরা

২০২৪ আগস্ট ২৪ ১৬:২৬:৪৭
পতনেও স্বস্তিতে ‘এ’ ক্যাটাগরির ৮ শেয়ারের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৮-২২ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৯৪টির দর কমেছে। তবে কোম্পানিগুলোর মধ্যে প্রথম সারির অর্থাৎ ‘এ’ ক্যাটাগরি বেশ কিছু কোম্পানির শেয়ার দর বেড়েছে। এর ফলে ‘এ’ ক্যাটাগরিভুক্ত এই সব কোম্পানির বিনিয়োগকারীরা স্বস্তি পেয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে কয়েটি হলোঃ সোস্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, অলিম্পিক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। কোম্পানিটির শেয়ার দর গত এক সপ্তাহে ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার লেনদেন সপ্তাহের প্রথম কর্মদিবস শুরু হয় ১০ টাকায়। সপ্তাহের শেষ কর্মদিবস এর শেয়ারে ক্লোজিং দর দাঁড়ায় ১১ টাকায়। অর্থাৎ সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ারধারীরা সবচেয়ে বেশি মুনাফা অর্জন করেছে।

সপ্তাহটিতে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা বা শেয়ার দর দ্বিতীয় সর্বোচ্চ বেড়েছে ইসলামী ব্যাংকের। এই ব্যাংকের শেয়ার দর গত এক সপ্তাহে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস শেয়ারটির লেনদেন শুরু হয় ৩৯ টাকা ১০ পয়সায়। আর সপ্তাহের শেষ কর্মদিবস এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৩ টাকা।

‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহটিতে তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে অলিম্পিকের। কোম্পানিটির শেয়ার দর সপ্তাহের প্রথম কর্মদিবস লেনদেন শুরু হয় ১৬২ টাকা ৭০ পয়সায়। আর সপ্তাহের শেষ কর্মদিবস এই শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭৮ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৯০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে ‘এ’ ক্যাটাগরিভুক্ত অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকের ৬০ পয়সা বা ৯.২৩ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৬০ পয়সা বা ৮.৭০ শতাংশ, এনসিসি ব্যাংকের ৭০ পয়সা বা ৬.০৩ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৬০ পয়সা বা ৫.৬১ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর ৭০ পয়সা বা ৫.৫১ শতাংশ বেড়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে