ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

জুলাই মাসে জ্বালানিতে যতো কোম্পানির বিনিয়োগ কমেছে

২০২৪ আগস্ট ২৩ ১৯:২২:০৭
জুলাই মাসে জ্বালানিতে যতো কোম্পানির বিনিয়োগ কমেছে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতে ২৩টি কোম্পানির মধ্যে জুলাই মাসে ১০টি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১০টির এবং ৩টি কোম্পানির প্রতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে সেগুলো হলো: বারাকা পতেঙ্গা পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, ডরিন পাওয়ার, বারাকা পাওয়ার, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার, এনার্জিপ্যাক পাওয়ার, পাওয়ার গ্রিড, মেঘনা পেট্রোলিয়াম এবং শাহজিবাজার পাওয়ার।

বারাকা পতেঙ্গা পাওয়ার:জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ৭.০২ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.১৫২ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১.৮১ শতাংশ কমেছে। জুলাই মাসে বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে বেশি কমে।

সিভিও পেট্রোকেমিক্যাল :জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ১৬.৯৩ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭১১৫ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১.২৮ শতাংশ কমেছে।

ডরিন পাওয়ার:জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ১৮.৪৭ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.৬৫ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.৯৬ শতাংশ কমেছে।

বারাকা পাওয়ার:জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ২৪.৫৯ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৪.৮১ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.৮৮ শতাংশ কমেছে।

তিতাস গ্যাস:জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ১৪.৭৪ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৮৬ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.৮০ শতাংশ কমেছে।

ইউনাইটেড পাওয়া:জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ৭.৪৬ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.৫১ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.৬৬ শতাংশ কমেছে।

এনার্জিপ্যাক পাওয়ার:জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ১৭.৯৫ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.০৩ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.৪৪ শতাংশ কমেছে।

পাওয়ার গ্রিড:জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ১৪.২১ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.২৩ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.১৪ শতাংশ কমেছে।

মেঘনা পেট্রোলিয়াম:জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ৩৩.৬৪ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৩.৬৭ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.০৯ শতাংশ কমেছে।

শাহজিবাজার পাওয়ার:জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ১৬.৩৫ শতাংশে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.৩৬ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.০৬ শতাংশ কমেছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে