ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

শীর্ষ চার খাতের লেনদেনে বড় অগ্রগতি

২০২৪ আগস্ট ২২ ১৫:৫৬:১৫
শীর্ষ চার খাতের লেনদেনে বড় অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক : পাঁচ কর্মদিবস পতনের পর আজ সপ্তাহের শেষ কর্মদিবস শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ৯৩ পয়েন্ট। আগেরদিন যেখানে সূচক কমেছিল ১০৮ পয়েন্টের বেশি।

আজ সূচক বৃদ্ধির সাথে সাথে লেনদেনেও ইতিবাচক অগ্রগতি হয়েছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৫৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৬ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে ২৪১ কোটি ৭২ লাখ টাকা বা ৪৫ শতাংশ।

এদিন লেনদেনে বড় অগ্রগতি দেখা গেছে শীর্ষ চার খাতের শেয়ারে। খাতগুলো হলো- ব্যাংক, টেলিযোগাযোগ, ফার্মা ও রসায়ন এবং খাদ্য ও আনুষঙ্গিক। এই চার খাতে মোট লেনদেন হয়েছে ৫৩২ কোটি ৭৩ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৬৮.৪২ শতাংশের বেশি।

আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে উঠেছে ব্যাংক খাত। এখাতে লেনদেন হয়েছে ২২৪ কোটি ৮২ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ১৯৪ কোট ৬২ লাখ টাকা। আজ লেনদেনে বেড়েছে ৩০ কোটি ২০ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেনের দ্বিতীয় শীর্ষ খাত ছিল টেলিযোগাযোগ। এখাতে আজ লেনদেন হয়েছে ১১২ কোটি ২৪ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেন বেড়েছে ৯৮ কোটি ৭৯ লাখ টাকা।

একইভাবে আজ লেনদেনের শীর্ষ তৃতীয় খাত ফার্মা ও রসায়ন খাতে লেনদেন হয়েছে ১০৫ কোটি ৫৫ লাখ। আগেরদিন লেনদেন হয়েছিল ১০০ কোটি ৫২ লাখ টাকা। চতুর্থ শীর্ষ লেনদেনের খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হয়েছে ৯২ কোটি ০৩ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ৪১ কোটি ২২ লাখ টাকা। লেনদেন বেড়েছে ৫০ কোটি ৮১ লাখ টাকা।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে