ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

জমি ও উৎপাদন সরঞ্জাম বিক্রি করবে ডরিন পাওয়ার

২০২৪ আগস্ট ২১ ১২:০৮:৩০
জমি ও উৎপাদন সরঞ্জাম বিক্রি করবে ডরিন পাওয়ার

নিজস্ব প্রতিবেদক : নন-কারেন্ট অ্যাসেটের অন্তর্ভুক্ত জমি ও উৎপাদন সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে কোম্পানিটির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত বছরের ১১ অক্টোবর থেকে টাঙ্গাইলে অবস্থিত ডরিন পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এরপর বিপিডিবি এর সাথে যোগযোগ করেও কোনো সাড়া পাওয়া যfয়নি। এ জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ টাঙ্গাইল বিদ্যুৎকেন্দ্রের ২৪৪ দশমিক ৫৪ শতক জমিটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

জমি বিক্রির পাশাপাশি টাঙ্গাইল ২২ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের ইঞ্জিন, আনুষাঙ্গিক সরঞ্জাম, সাবস্টেশন সরঞ্জাম, বিল্ডিং এবং স্টিল স্ট্রাকচার বিক্রি করারও অনুমোদন দিয়েছে ডরিন পাওয়ারের পরিচালনা পর্ষদ। এ ব্যাপারে ডরিন পাওয়ারের সাথে রূপসী বাংলা গ্রুপের মধ্যে একটি ‘ভেন্ডরস চুক্তি’ সম্পাদিত হয়েছে।

চুক্তি মোতাবেক বিদ্যুৎকেন্দ্রটির সরঞ্জামগুলো ১০ কোটি ৫ লাখ টাকায় বিক্রি করবে ডরিন পাওয়ার। এছাড়া বিদ্যুৎকেন্দ্রের জমিটিও প্রতিযোগিতামূলক বাজার মূল্যে বিক্রি করা হবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে