ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

এস আলমের ছয় ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপ

২০২৪ আগস্ট ২০ ২০:০৮:৩৫
এস আলমের ছয় ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপ

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত এস আলম গ্রুপের মালিকানাধীন– ছয় ব্যাংকের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তার পরিবারের ২৫ সদস্যদের থাকা শেয়ার বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্যাংকগুলো হলো: ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

বিএসইসি এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এস আলম গ্রুপের আওতাধীন অন্য ৫৬টি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

বিএসইসি জানিয়েছে, এস আলম গ্রুপের নিয়ন্ত্রনাধীন এসব ব্যাংকের কিছু ঋণ বিতরণে বড় অনিয়ম থাকার কথা এর আগে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যেগুলো এখন তদন্ত করা হচ্ছে। এই কারণে ব্যাংকগুলোর সংশ্লিষ্টদের শেয়ার বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে