ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলোতে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের ভিড়

২০২৪ আগস্ট ১২ ১৯:৩৯:২৮
বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলোতে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের ভিড়

প্রবাস ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে।

জানা গেছে, রেমিট্যান্স পাঠাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরসহ বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউজগুলোতে বেড়েছে প্রবাসীদের ভিড়।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি আগস্টের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪৮২.৭৭ মিলিয়ন ডলার।

এর মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে ও একদিন পর পর্যন্ত (১-৬ আগস্টের মধ্যে) দেশে রেমিট্যান্স এসেছিল ৯৫.৬৫ মিলিয়ন ডলার।

সরকার পতনের পর ৭-১০ আগস্ট রেমিট্যান্স এসেছে ৩৮৭.১২ মিলিয়ন ডলার। এর মধ্যে দুদিন ছিল সপ্তাহিক ছুটি।

সংশ্লিষ্টরা বলছেন, গত মাসে কোটা সংস্কার আন্দোলন, ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউন ঘোষণা দেন। এর প্রভাবে ওই মাসে রেমিট্যান্স প্রবাহ কমে।

তাদের মতে, এর ধারাবাহিকতা ছিল চলতি মাসের প্রথম সপ্তাহেও। তবে সরকার পতনের পর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

তারিক/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে