ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

৩০ কোম্পানির চাপে শেয়ারবাজারে ঢালাও পতন

২০২৪ আগস্ট ১২ ১৮:০৯:৫৪
৩০ কোম্পানির চাপে শেয়ারবাজারে ঢালাও পতন

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কারপন্থী ছাত্র আন্দোলনের মূখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে টানা বড় উত্থানে ছিল দেশের শেয়ারবাজার। টানা চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৮৬ পয়েন্ট। আজ সোমবার (১২ আগস্ট) বিনিয়োগকারীরা মুনাফা তুলেছেন। যে কারণে আজ ডিএসইর সূচক কমেছে ৮৭ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর কমেছে ৩৩৭টির, দর বেড়েছে ৫৩টির এবং দর অপরিবর্তিত ছিল ১৩টির।

এতে দেখা যায়, আজ ৩৩৭টি প্রতিষ্ঠানের দর কমাতে ডিএসইর সূচক কমেছে ৮৭ পয়েন্ট। এরমধ্যে ৩০টি কোম্পানির কারণে সূচক কমেছে ৮০ পয়েন্টের বেশি। এই ৩০টি কোম্পানির শেয়ার দর কমাতে শেয়ারবাজারে আজ ঢালাও পতন হয়েছে। যে পরিমাণ প্রতিষ্ঠানের দর বেড়েছে, তার চেয়ে প্রায় ৬ গুণ প্রতিষ্ঠানের দর কমেছে। যার ফলে শেয়ারবাজারে কিছুটা হলেও অস্থিরতা তৈরি হয়েছে।

দর কমার কোম্পানিগুলোর মধ্যে আজ ডিএসইর সূচক সবচেয়ে বেশি কমিয়েছে স্কয়ার ফার্মা, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা ও ইস্টার্ন ব্যাংক। এই ৫টি কোম্পানির কারণে ডিএসইর সূচক কমেছে ২৬ পয়েন্ট।

এরপর সাবমেরিন কেবল, রেনেটা, লাফার্জহোলসিম, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, পদ্মা অয়েল, বিকন ফার্মা, পাওয়ারগ্রীড, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, ন্যাশনাল ব্যাংক ও প্রাইম ব্যাংক- এই ১২ কোম্পানির কারণে সূচক কমেছে আরও ৩৩ পয়েন্ট।

এছাড়া, বিএসসি, আল আরাফা ব্যাংক, উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংকম, একমি ল্যাবরেটরিজ, বেস্ট হোল্ডিং, বিএসআরএম লিমিটেড, শাহজালাল ব্যাংক, ওরিয়ন ফার্মা, রূপালী ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক- এই ১৩ কোম্পানির কারণে ডিএসইর সূচক কমেছে ২১ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে