ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

সপ্তাহের ব্যবধানে বেশি মুনাফায় চার খাতের বিনিয়োগকারীরা

২০২৪ আগস্ট ১০ ২০:০৪:৪০
সপ্তাহের ব্যবধানে বেশি মুনাফায় চার খাতের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৪-০৮ আগস্ট) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৯ খাতের শেয়ার ও ইউনিট। এই ১৯ খাতের মধ্যে তিন খাতের বিনিয়োগকারীরা বেশি মুনাফায় রয়েছেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে যে তিন খাতে বেশি মুনাফায় রয়েছেন বিনিয়োগকারীরা সেগুলো হলো টেলিকমিউনিকেশন, আর্থিক খাত, মিউচ্যুয়াল ফান্ড খাত ও ব্যাংক খাত।

খাত তিনটির মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে টেলিকমিউনিকেশন খাতে ২৫.৯০ শতাংশ, আর্থিক খাতে ২৫.৬০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১৭.২০ শতাংশ এবং ব্যাংক খাতে ১৬.৬০ শতাংশ।

অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ১৩.৯০ শতাংশ, সিমেন্ট খাতে ১২.৯০ শতাংশ, প্রকৌশল খাতে ১১.৫০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ১০.৩০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৮.৮০ শতাংশ, চামড়া খাতে ৮.০০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ৭.০০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৬.৯০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ৬.৫০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ৫.২০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৩.৮০ শতাংশ, বিবিধ খাতে ১.৭০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.২০ শতাংশ, সিরামিক খাতে ০.১৭ শতাংশ এবং বিদ্যুৎ ও জ¦ালানি খাতে ০.১৪ শতাংশ দর বেড়েছে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে