ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ আগস্ট ০৯ ১০:১০:১১
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে বিদায়ী সপ্তাহের রোববার (০৪ আগস্ট) বন্ধ ছিল দেশের শেয়ারবাজার। ফলে বিদায়ী সপ্তাহে (০৪ জুন-০৮ আগস্ট) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে।

এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৩৩৯টির দর বেড়েছে, ৪৭টির দর কমেছে, ১১টির দর অপরিবর্তিত ছিল এবং ১৬টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে জেমিনি সী ফুড লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১১.৪৩ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ১১.২৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১১.২২ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১০.৮৭ শতাংশ, বেক্সিমকো গ্রীন সুকুকের ১০.৭৪ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ১০.৬৭ শতাংশ, টেকনো ড্রাগসের ৯.৭৬ শতাংশ, সী পার্ল হোটেলের ৯.৪৮ শতাংশ, এস.আলম কোল্ড রোল্ড স্টিলসের ৯.৪২ এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৮.৭৫ শতাংশ শেয়ার দর কমেছে।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে