ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি

২০২৪ আগস্ট ০৮ ১৭:৩৫:৫৪
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার (০৮ আগস্ট) গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাত সাড়ে ৮টায় এই সরকারের উপদেষ্টারা শপথ নেবেন। এ লক্ষে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি।

এরই অংশ হিসেবে সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি গাড়ি। সরকারি পরিবহন পুল ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, পরিবহন পুল থেকে পাঠানো গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা আছে। এসব গাড়িতে চড়েই বঙ্গভবনে শপথ নিতে যাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

এসব গাড়ির মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ অত্যাধুনিক সিরিজের গাড়ি। অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলের মধ্যে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়িও দেখা গেছে। ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা।

এছাড়া মিতসুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়িও রয়েছে, যার মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছ, গাড়িগুলো উপদেষ্টাদের বাড়িতে গিয়ে তাদের নিয়ে বঙ্গভবনে যাবে।

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও জনরোষের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে