ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

গাজীপুর জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ-সংঘর্ষে আহত ১৬

২০২৪ আগস্ট ০৮ ১৬:১৮:৩১
গাজীপুর জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ-সংঘর্ষে আহত ১৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ ও কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুরে গাজীপুর জেলা কারাগারে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, এ সময় রাবার বুলেটে ১৩ জন কারাবন্দি এবং সংঘর্ষে ৩জন কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, গাজীপুরে জেলা কারাগারের ভেতর সাজাপ্রাপ্ত কয়েদি ও হাজতি বন্দিরা হঠাৎ করে বিদ্রোহ করে। এ সময় কারারক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ৩জন কারারক্ষী আহত হয়। পরে কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ করে।

এ সময় রাবার বুলেটে ১৩ জন কারাবন্দি আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল গাজীপুর জেলা কারাগারে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

গাজীপুর জেলা কারাগারে কর্মরত চিকিৎসক মাকসুদা আক্তার জানান, রাবার বুলেটে ১৩ জন কারাবন্দি এবং সংঘর্ষে ৩ জন কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে