ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় উত্থানেও ঘুম ভাঙ্গেনি ৬০ কোম্পানির

২০২৪ আগস্ট ০৬ ১৬:১৮:৩৫
বড় উত্থানেও ঘুম ভাঙ্গেনি ৬০ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পর আজ প্রথম কর্মদিবস মঙ্গলবার দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৯৭ পয়েন্টের বেশি। যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান।

কিন্তু এতো বড় উত্থানের দিনে আজ ৩২৮ কোম্পানির শেয়ার দরে ছিল ইতিবাচক প্রবণতা। এরমধ্যে অন্তত ৬ ডজন কোম্পানির দিনের সর্বোচ্চ দম ১০ শতাংশ বেড়ে বিক্রেতাশুন্য ছিল।

তারপরও আজ ৬০ কোম্পানির শেয়ারের ঘুম ভাঙ্গেনি। কোম্পানিগুলোর শেয়ার আজও নেতিবাচক প্রবণতায় ছিল। কোম্পানিগুলোর মধ্যে ইন্সুরেন্স খাতের কোম্পানিই ছিল বেশি। এর পরের অবস্থানে ছিল ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলোর মালিকানায় বা পরিচালনায় রয়েছেন আওয়ামী লীগের নেতারা। যে কারণে স্বরণকালের উত্থানের দিনেও কোম্পানিগুলোর শেয়ার দর বাড়েনি, বরং কমেছে। এরমধ্যে অনেকগুলো ছিল ক্রেতাহীন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলোর মধ্যে কিছু কিছু কোম্পানির শেয়ার দর কমেছে, যেগুলোর মালিকানায় বা পরিচালনায় আওয়ামী লীগের কেউ নেই। কেবল গুজবের কারণে ওই কোম্পানিগুলোর শেয়ার দর কমেছে। আগামীকাল থেকেই কোম্পানিগুলোর শেয়ার দর ঘুরে যেতে পারে বলে তাদের বিশ্বাস।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে