ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

দুই বছরে দর কমে তিন ভাগের এক ভাগে

২০২৪ জুলাই ২৭ ১৪:৩২:১৩
দুই বছরে দর কমে তিন ভাগের এক ভাগে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সী পার্ল রিসোর্ট দুই বছরের মধ্যে বৃহস্পতিবার সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। কোম্পাটির শেয়ার গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ ২৩৫ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। সেই হিসাবে বৃহস্পতিবার শেয়ারটি তিন ভাগের এক ভাগেরও কম দরে লেনদেন হয়েছে। অর্থাৎ শেয়ারটির বিনিয়োগকারীদের তিন ভাগের দুই ভাগ অর্থই ইতোমধ্যে গায়েব হয়ে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, ২০২২ সালের জুলাই মাসে শেয়ারটির দর ৫০ টাকার নিচে ছিল। এরপর টানা উত্থানে ২০২৩ সালের ৯ মার্চ শেয়ারটির দর ২৩৫ টাকার ওপরে লেনদেন হয়। এরপর একই বছরের ১৩ সেপ্টেম্বর এর দর ১৫২ টাকায় নেমে যায়।

তারপর থেকে আবারও ওঠতে থাকে শেয়ারটির দর। এরপর ১৮ অক্টোবর শেয়ারটি ২১৮ টাকায় তোলা হয়। তারপর ২৮ অক্টোবর ৯০ টাকার নামানো হয়। তারপর গত ৪ মাসের বেশি সময় যাবত সাইড লাইনে শেয়ারটি লেনদেন হয়। এই সময়ে সর্বোচ্চ ১০০ টাকায় এবং সর্বনিম্ন ৮৮ টাকায় লেনদেন হয়।

চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে শেয়ারটি ৯০ টাকা থেকে ৯৫ টাকায় ওঠে। দ্বিতীয় সপ্তাহ থেকে হঠাৎ করে শেয়ারটির অস্বাভাবিক পতন শুরু হয়। সর্বশেষ বৃহসপতিবার চাঙ্গা বাজারে শেয়ারটি ৭৭ টাকা ৬০ পয়সায় ক্রেতাশুন্য থাকে। এদিন শেয়ারটির ক্লোজিং দর দাঁড়ায় ৭৭ টাকা ৭০ পয়সায়।

কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালে বিনিয়োগকারীদের ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) সী পার্ল রিসোর্টের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ৬৩ পয়সা।

সর্বশেষ শেয়ার দরের ভিত্তিতে শেয়ারটির মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দাঁড়িয়েছে ১৫.২৭ পয়েন্টে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে