ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

বিজিআইসির নতুন ডেট রেকর্ড নির্ধারণ

২০২৪ জুলাই ২৪ ২১:৫৮:৪৭
বিজিআইসির নতুন ডেট রেকর্ড নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডের নতুন রেকর্ড নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির নতুন রেকর্ড তারিখ ২৫ জুলাই (বৃহস্পতিবার)।

কোটা আন্দোলন সংক্রান্ত বিশেষ পরিস্থিতি ও সাধারণ ছুটির কারণে শেয়ারবাজার বন্ধ থাকায় কোম্পানিটির নতুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে বলে আজ বুধবার (২৪ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে।

গত ২৬ জুন সর্বশেষ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা ও পরবর্তী বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করে বিজিআইসি। ওইদিন কোম্পানিটি এজিএমে যোগদান ও ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে ২১ জুলাই রেকর্ড তারিখ ঘোষণা করে।

কোটা আন্দোলন কেন্দ্রিক সংঘাত ছড়িয়ে পড়ায় সরকার তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করায় গত ২১ জুলাই শেয়ারবাজারে কোনো লেনদেন অনুষ্ঠিত হয়নি। এই কারণে কোম্পানিটির নতুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে