ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

কিস্তি দিতে দেরি হলেও জরিমানা করবে না ব্যাংক

২০২৪ জুলাই ২৪ ২১:৪৭:০২
কিস্তি দিতে দেরি হলেও জরিমানা করবে না ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকুরীতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী জরুরী অবস্থা ও ইন্টারনেট বন্ধ থাকায় অনেকে নির্ধারিত সময়ের মধ্যে ক্রেডিট কার্ডের বিল ও ঋণের কিস্তি দিতে পারেননি।

দেশব্যাপী বিশেষ এই পরিস্থিতিতে এই বিলম্বের জন্য গ্রাহকের কাছ থেকে ব্যাংকগুলো দণ্ডসুদ বা জরিমানা আদায় না করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে আজ বুধবার (২৪ জুলাই) জরিমানা বা দণ্ডসুদ আরোপ না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ইতোমধ্যে চারটি বেসরকারি ব্যাংক - ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও পূবালী ব্যাংক জরিমানা বা দণ্ডসুদ আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিদেশি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশও একই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসকে (বিএবি) এই সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছে।

ইন্টারনেট বন্ধ ও দেশব্যাপী কারফিউয়ের মধ্যে গত ১৮ জুলাই থেকে মানুষ অনলাইন ব্যাংকিং ব্যবহার করতে পারেনি। এই সময় অনেক এটিএম বুথ বন্ধ রাখা হয়, কিছু কিছু বুথে নগদ টাকা শেষ হয়ে যায়।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে