ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৪ জুলাই ২৪ ১৯:৪৯:২৮
বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : দেশে জরুরীা অবস্থা শিথিল হওয়ার প্রথম কার্যদিবস বুধবার (২৪ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২ টি কোম্পানির। এদিন দর বৃদ্ধির শীর্ষে ওঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন টেকনো ড্রাগসের শেয়ার দর আগের দিনের তুলনায় বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। এতে দর বৃদ্ধির শীর্ষে ওঠেছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিব্রা ইনফিউশনের শেয়ার দর আগের দিনের তুলনায় ৫৪ টাকা ৬০ পয়সা বা ৬.৭৩ শতাংশ বেড়েছে। আর ৮ টাকা ৯০ পয়সা বা ৫.১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে উঠে দাঁড়িয়েছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিলকো ফার্মাসিউটিক্যালস, প্রাইম ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে