ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের সূচক ও লেনদেন ইতিবাচক

২০২৪ জুলাই ১৫ ১৫:১০:৪৪
শেয়ারবাজারের সূচক ও লেনদেন ইতিবাচক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে সর্বশেষ তিন কর্মদিবস পতনের ঝাপ্টা ছড়িয়ে আজ সোমবার (১৫ জুলাই ) ইতিবাচক প্রবণতায় ফিরেছে উভয় শেয়ারবাজার। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনের পরিমাণ।

তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৮৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৩.৯৯ পয়েন্ট।

ডিএসইতে আজ ৬৬২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬২২ কোটি ২৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৯৯ লাখ বা ৬.৪ শতাংশ।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪ টি বা ৩৫.২৬ শতাংশের। আর দর কমেছে ১৯ টি বা ৪৮.১১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৬টি বা ১৬.৬২ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৪৩টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে