ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

বড়দের সেল প্রেসারে শেয়ারবাজারে আবারও অস্থিরতা!

২০২৪ জুলাই ১৪ ১৬:১৫:২২
বড়দের সেল প্রেসারে শেয়ারবাজারে আবারও অস্থিরতা!

নিজস্ব প্রতিবেদক : টানা পতনের বৃত্তে আবার দেশের শেয়ারবাজার। গত তিন কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১১২ পয়েন্ট। এরমধ্যে তৃতীয় দিনের মতো আজ কমেছে ২৪ পয়েন্ট।

এদিন লেনদেনের শুরুতেই বড় বিনিয়োগকারদের বড় বড় সেল প্রেসার দেখা যায়। লেনদেনের শুরুতেই অন্তত দুই ডজনের বেশি কোম্পানির শেয়ার সর্বনিম্ন দামে ক্রেতাশুন্য করে ফেলা হয়।

এরপর লেনদেনের সময় যতো বাড়ছিল, ক্রেতাশুন্য কোম্পানির সংখ্যাও ততো বাড়ছিল। এক পর্যায়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের অর্ধেকের বেশি প্রতিষ্ঠান ক্রেতা সংকটে ভুগতেছিল। যদিও মাঝে মাঝে অবস্থার কিছুটা উন্নতি দেখা গেছে।

দিনভর চলা অস্থিরতার মধ্যে আজ যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার চেয়ে সোয়া চারগুণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এদিন লেনদেনেও দেখা গেছে নেতিবাচক প্রবণতা।

এর আগে জুলাই মাসের প্রথম কর্মদিবস থেকে পতনের বাজার ঘুরে দাঁড়িয়েছিল। ওই ৬ কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছিল ২৬৬ পয়েন্ট।

তারও আগে চলতি বছর ডিএসইর সূচক খোয়া যায় হাজার পয়েন্টের বেশি। উপর্যুপরি পতনের পর জুলাই মাসে বাজার ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু সেই ঘুরায় স্থিতি না ফিরতেই বাজারে আবারও অস্থিরতা তৈরি করা হয়েছে, এমনই অভিযোগ সাধারণ বিনিয়োগকারীদের।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এবার চীন থেকে কাংখিত আর্থিক সহায়তা না পেয়ে বাজার নেতিবাচক অবস্থার দিকে ধাবিত হয়েছে। যার কোনো যুক্তিসংগত ভিত্তি নেই। তবে তাঁরা আশা করছেন, আগামী ২-১ দিনের মধ্যেই বাজার ঘুরে দাঁড়াবে।

রোববারের বাজার পর্যালোচনা

সপ্তাহের প্রথম কর্মদিব আজ রোববার (১৪ জুলাই) ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ৪.৮২ পয়েন্ট কমে ১ হাজার ২০২ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ৫.২৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬২২ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৬৬৪ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকা।

ডিএসইতে আজ মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭০ টি কোম্পানির, কমেছে ২৯৭ কোম্পানির। আর ৩০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে