ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

পতনের শীর্ষ তালিকায় ভালো শেয়ারের ছড়াছড়ি

২০২৪ জুলাই ১১ ১৬:১০:৫২
পতনের শীর্ষ তালিকায় ভালো শেয়ারের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৬৬ পয়েন্ট। লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে আজ দর বেড়েছে ৩৬টির, কমেছে ৩৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

ডিএসইতে আজ পতনের শীর্ষ তালিকায় স্থান নিয়েছে বিবিএস কেবলস, লিন্ডে বিডি, ডেল্টা লাইফ, আমরা টেকনোলজি, ইস্টার্ন হাউজিং, গ্রীনডেল্টা ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ইন্সরেন্স, বেক্সিকো ফার্মা ও প্রাইম টেক্সটাইল।

কোম্পানিগুলোর মধ্যে বিবিএস কেবলস ও প্রাইম টেক্সটাইল ‘বি’গ্রুপের শেয়ার। বাকি সবগুলোই ‘এ’ ক্যাটাগরির ভালো ডিভিডেন্ডের শেয়ার।

তবে বিবিএস কেবলস এবং প্রাইম টেক্সটাইল ‘বি’ গ্রুপের হলেও কোম্পানিগুলোর শেয়ার ভালো মানের বলেই মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার যখন পতনে থাকে তখন শেয়ারের বাছ-বিচার থাকে না। জোট বেঁধে সবাই নামতে থাকে। নামার সেই প্রতিযোগিতায় ভালো মানের শেয়ারেরই অধপতন হয় বেশি। যেমনটা আজ হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে