ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

অবসরের ‘ইঙ্গিত’ দিয়ে যা বললেন মেসি

২০২৪ জুলাই ১০ ১২:১৪:২৯
অবসরের ‘ইঙ্গিত’ দিয়ে যা বললেন মেসি

ক্রীড়া প্রতিবেদক : কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের পর আরো একটি শিরোপা নিজেদের করে নেবে আলবিসেলেস্তেরা।

ম্যাচের ২২ মিনিটে কাঙ্ক্ষিত লিড পায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে অনেকটা ফাঁকায় আলভারেজের দিকে বল বাড়ান ডি পল। বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালের দেখা পান আর্জেন্টাইন নম্বর নাইন। বিরতির পর ৫১ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন মেসি।

ম্যাচ শেষে মেসি জানিয়েছেন, ক্যারিয়ারের শেষ ম্যাচগুলো খেলছেন তিনি। অর্থাৎ, খুব শিগগিরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন এই বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

মেসি বলেন, ‘এগুলো আমার শেষদিকের লড়াই। আমি চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি উপভোগ করতে। কোপার ফাইনালে উঠা সহজ ছিল না। আমাদের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে হবে। গত বিশ্বকাপ এবং সর্বশেষ কোপায় যেভাবে কাটিয়েছি, আমি এই সময়টাও সেভাবেই কাটাচ্ছি, এগুলো শেষ লড়াই।’

তিনি আরও বলেন, ‘এই দলটা যা করেছে, এটা পাগলামী। এটার পর অনেক বেশি গুরুত্ব দেয়া হবে ফাইনাল খেলা খেলোয়াড়দের, যারা পুরোনো প্রজন্মের ছিল। আমরা এ নিয়ে টানা চতুর্থ (ফিনালাসিমাসহ) ফাইনাল খেলব। পুরো অভিযাত্রাটা অনেক কঠিন ছিল।’

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে