ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

দুই পরিচালক তুলে নিলেন ২৭ গুণ মুনাফা

২০২৪ জুলাই ০৭ ১০:৫৯:১০
দুই পরিচালক তুলে নিলেন ২৭ গুণ মুনাফা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি আঁশ লিমিটেডের দুই পরিচালক ১০ লাখ ৭২ হাজার শেয়ার বিক্রি করেছেন। যা কোম্পানিটির মোট শেয়ারের ৯.৮৮ শতাংশ।

এই শেয়ার বিক্রি করেই কোম্পানিটির দুই পরিচালক বাজার থেকে তুলে নিয়েছেন ২৭ গুণ মুনাফা। যা কোম্পানিটির যা পরিশোধিত মূলধনের ৩ গুণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, শেষ কর্মদিবস গত বৃহস্পতিবার সোনালি আঁশের প্রতিটি শেয়ারের দর দাঁড়িয়েছে ২৮৮ টাকা ৯০ পয়সায়। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দাম ২৬৫ টাকা থেকে ২৯৮ টাকা পর্যন্ত ওঠা-নামা করেছে। যা গড়ে প্রায় ২৮০ টাকা ছিল।

সেই হিসাবে কোম্পানিটির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা হিসাবে ওই দুই পরিচালক ২৭ গুণ মুনাফা তুলে নিয়েছেন। অন্যদিকে, কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩২ কোটি ৯৫ লাখ টাকা। ১০ লাখ ৭২ হাজার শেয়ার বিক্রি করে তারা তুলে নিয়েছেন ২৮ কোটি ৬০ লাখ টাকা। যা কোম্পানিটির পরিশোধিত মূলধনের প্রায় ৩ গুণ।

কোম্পানিটির পরিচালক জাফর আহমেদ পাটোয়ারি ৫ লাখ ৭২ হাজার শেয়ার বিক্রি করেছেন। যা বিক্রি করার জন্য গত ৩০ এপ্রিল ঘোষণা দিয়েছিলেন।

আরেক পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বিক্রি করেছেন ৫ লাখ ৭২ হাজার শেয়ার। যা বিক্রি করার জন্য তিনি গত ২৮ এপ্রিল ঘোষণা দিয়েছিলেন

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে