ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

উত্থানের বাজারেও পতনের বৃত্তে ‘এ’ ক্যাটাগরির পাঁচ শেয়ার

২০২৪ জুলাই ০৬ ১১:৫১:০২
উত্থানের বাজারেও পতনের বৃত্তে ‘এ’ ক্যাটাগরির পাঁচ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন পর দেশের শেয়ারবার ভালো একটি সপ্তাহ পার করেছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১৪২ পয়েন্ট এবং বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ৯ হাজার ৫৫৫ কোটি টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহটিতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ৩২৯টি কোম্পানির দাম বেড়েছে এবং ২৪টির দাম কমেছে। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরির পাঁচ প্রতিষ্ঠানের দাম কমেছে সর্বোচ্চ। যে কারণে উত্থানের বাজারেও প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকারীদের মন বেজায় খারাপ।

প্রতিষ্ঠানগুলো হলে কেপিট্যাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, রূপালী লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, লিন্ডে বিডি ও এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি কমেছে কেপিট্যাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির ইউনিট দাম কমেছে ১০.৩৪ শতাংশ।

অন্যদিকে, সপ্তাহশেষে রূপালী লাইফ ইন্সুরেন্সের দাম কমেছে ৭.৫১ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৬.২৮ শতাংশ, লিন্ডে বিডির ৪.৩৫ শতাংশ এবং এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.০৮ শতাংশ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে