ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

১ কোটি ৪০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

২০২৪ জুলাই ০৪ ১২:২০:০৮
১ কোটি ৪০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইয়াকিন পলিমার লিমিটেডের ৫ জন উদ্যোক্তা ও পরিচালক ১ কোটি ৪০ লাখ ৬ হাজার ৭৩৩টি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা হলেন- পরিচালক কাজী আনোয়ারুল হক, কর্পোরেট পরিচালক ইয়াকিন অ্যাগ্রো প্রোডাক্টস, উদ্যোক্তা এসকে জামিল হোসাইন, কর্পোরেট উদ্যোক্তা সাতক্ষীরা ফিড ইন্ডাস্ট্রিজ ও পরিচালক এসএম আক্তার কবির।

সূত্র জানায়, এর মধ্যে কাজী আনোয়ারুল হক ২৭ লাখ ১৩ হাজার ১০৮টি ও ইয়াকিন অ্যাগ্রো প্রোডাক্টস ২৮ লাখ ২৩ হাজার ৩৯টি শেয়ার চাকলাদার রেজাউনুল আলমকে, এসকে জামিল হোসাইন ১৪ লাখ ৭৫ হাজার ৪৮১টি শেয়ার দিদারুল আলমকে এবং সাতক্ষীরা ফিড ইন্ডাস্ট্রিজ ৫২ লাখ ৪৬ হাজার ৩৫৬টি ও এসএম আক্তার কবির ১৭ লাখ ৪৮ হাজার ৭৮৫টি শেয়ার কাপিতা প্যাকেজিং সল্যুশনসকে হস্তান্তর করবেন।

জানা গেছে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শেয়ার হস্তান্তর সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) অনুমোদন অনুযায়ী, এসব শেয়ার লেনদেনের বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে