ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের দিনেও মৌলভিত্তির চার কোম্পানির নেতিবাচক আচরণ

২০২৪ জুলাই ০৩ ২০:২৫:২৭
উত্থানের দিনেও মৌলভিত্তির চার কোম্পানির নেতিবাচক আচরণ

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের ধারাবাহিকতায় আজ বুধবারও (০৩ জুন) ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে সাড়ে ৩৩ পয়েন্টের বেশি।

কিন্তু এমন উত্থানের দিনেও বড় মূলধনী কয়েকটি কোম্পানির আচরণ ছিল নেতিবাচক। যদিও চলতি সপ্তাহের প্রথম ভাগে কোম্পানিগুলো বাজারকে ইতিবাচক রাখার ক্ষেত্রে টানা ভূমিকা রেখেছে।

কোম্পানিগুলো হলো-রেনেটা, গ্রামীণফোন, লিন্ডে বিডি, রবি আজিয়াটা। কোম্পানিগুলোর শেয়ার দাম নেতিবাচক থাকার কারণে আজ ডিএসইর প্রধান সূচক কম বেড়েছে প্রায় ১০ পয়েন্ট।

অর্থাৎ কোম্পানিগুলোর শেয়ার দাম যদি আজ অপরিবর্তিত থাকতো তাহলে ডিএসই সূচক আজ আরও ১০ পয়েন্ট বাড়তো। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো মধ্যে আজ রেনেটার শেয়ার দাম কমেছে ১৩ টাকা ১০ পয়সা, গ্রামীণফোনের ৩ টাকা ৮০ পয়সা, লিন্ডে বিডির ৩৬ টাকা ৭০ পয়সা এবং রবি আজিয়াটার ৪০ পয়সা।

এরফলে রেনেটা ডিএসইর সূচক কমিয়েছে ৩.৩৮ পয়েন্ট, গ্রামীণফোন ২.৩৭ পয়েন্ট, লিন্ডে বিডি ১.০৮ পয়েন্ট এবং রবি আজিয়াটা ১ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে