ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

পরিশোধিত মূলধন বেড়েছে পাওয়ার গ্রিডের

২০২৪ জুন ২৭ ১৩:৫২:৩৬
পরিশোধিত মূলধন বেড়েছে পাওয়ার গ্রিডের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের প্রিফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি বৃহস্পতিবার (২৭ জুন) বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে ১০ টাকা অভিহিত মূল্যের ২৫০ কোটি ৫৪ লাখ ০৪ হাজার ৯৭৬ টি অপূরণীয় এবং অ-সংরক্ষিত প্রিফারেন্স শেয়ার ইস্যু করেছে। যার মোট মূল্য দুই হাজার ৫০৫ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭৬০ টাকা।

এর আগে কোম্পানিটির মোট পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল আট হাজার ৫৫৪ কোটি ৯১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা।

এর মাঝে সাধারণ শেয়ার ছিল ৯১৩ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ৯১০ টাকার এবং প্রিফারেন্স শেয়ার ছিলো সাত হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার ২৩০ টাকার।

বর্তমানে প্রায় আড়াই হাজার কোটি টাকার নতুন প্রিফারেন্স শেয়ার ইস্যুর ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধনে মোট প্রিফারেন্স শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৬ কোটি ৫১ লাখ ০৯ হাজার ৯৯০ টাকা।

এতে করে টাকার অংকে কোম্পানিটির সর্বশেষ পরিশোধিত মূলধনের পরিমান দাঁড়িয়েছে ১১ হাজার ৬০ কোটি ৩১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে