ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

বাজেটে খেয়ে ফেলেছে বিনিয়োগকারীদের সাড়ে ১২ হাজার কোটি টাকা

২০২৪ জুন ১০ ১৬:৫৪:৫৫
বাজেটে খেয়ে ফেলেছে বিনিয়োগকারীদের সাড়ে ১২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে গত দুই কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৩২ পয়েন্ট। যার ফলে বিনিয়োগকারীদের মূলধন কমেছে ১২ হাজার ৬৫৩ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়,গত দুই মাস যাবত গেইট ট্যাক্সের আরোপের খবরে শেয়ারবাজারে চলছে ধারাবাহিক পতন। এই সময়ে ডিএসইর সূচক উদাও হয়ে গেছে ৭০০ পয়েন্টের বেশি। তবে বাজেট উত্থাপনের পর গত দুই দিনে পতনের তান্ডব আরও লাগামহীনভাবে বেড়েছে। এই দুই দিনের মধ্যে রোববার সূচক কমেছে ৬৫ পয়েন্টের বেশি এবং আজ কমেছে ৬৫ পয়েন্টের বেশি।

এতে দেখা যায়, বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইর সূচক ছিল ৫ হাজার ২৩৭ পয়েন্টে। গত দুই দিন লেনদেনশেষে আজ সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ১০৫ পয়েন্টে। দুই দিনে সূচক কমেছে ১৩২ পয়েন্ট।

এদিকে, বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৪৬ হাজার ৪৭৭ কোটি টাকা। আজ কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৩৩ হাজার ৮২৪ কোটি টাকায়। গত দুই দিনে বাজার মূলধন কমেছে ১২ হাজার ৬৫৩ কোটি টাকা।

শেয়ারনিউজ, ১০ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে