ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

‘বেশী কথা বললে তো থাপ্পড় খেতেই হয়’

২০২৪ জুন ০৯ ০৫:৫০:০০
‘বেশী কথা বললে তো থাপ্পড় খেতেই হয়’

নিজস্ব প্রতিবেদক : ভারতের নবনির্বাচিত সংসদ সদস্য এবং আলোচিত অভিনেত্রী কঙ্গনা রণৌত সম্প্রতি এক নিরাপত্তাকর্মীর থাপ্পড় খেয়েছেন। এই ঘটনা ভারতে শুধু নয়, বাংলাদেশেও আলোচনা-সমালোচনা চলছে।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জাও এই আলোচনায় সামিল হয়েছেন। থাপ্পড়কান্ড নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রকম সন্তুষ্টি প্রকাশ করেছেন বন্যা মির্জা।

শনিবার (০৮ জুন)বাংলা চলচ্চিত্রে ‘রাবেয়া’ খ্যাত এই অভিনেত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন—

‘বেশী কথা বললে তো থাপ্পড় খেতেই হয়। তা সে যেই হোক, আর অভিনেতা যত বড়ই হোক। এটি একটি এমন থাপ্পড়, যা না দিলে ঠিক হতো না। থাপ্পড় খেলে যা হয়, অন্য কিছুতে তা হয় না। একটি থাপ্পড় এমন সকল অভিনেতার জন্য ঠিক।(অভিনয় পেশা, অভিনেতা ব্যক্তি) যারা এমন এমন করে কথা বলে থাকে।’

তবে বন্যা মির্জা তার পোস্টের কোথাও কঙ্গনার নাম উল্লেখ করেননি।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে