ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বিকিনিতে ঝড় তুললেন শুভশ্রী

২০২৪ জুন ০৭ ২৩:৫৩:৩২
বিকিনিতে ঝড় তুললেন শুভশ্রী

বিনোদন ডেস্ক : শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী ছুটিতে রয়েছেন। তাদের ছেলে ইউভানের স্কুলে এখন গ্রীষ্মের ছুটি। আর সেই উপলক্ষ্যে দলবেঁধে বেড়াতে যাওয়া। পুরো পরিবার গ্রীষ্মে পুলে ঝড় তুলেছিল। রাজ-শুভশ্রী এবং ইউভানকে ছুটির মেজাজে দেখা যাচ্ছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অভিনেত্রী বৃহস্পতিবার তার ইনস্টাগ্রাম স্টোরিতে রাজ এবং ইউভানের একটি ছবি শেয়ার করেছেন। বাবা-ছেলের উষ্ণ শরীর, রাজের চোখে কালো ফ্রেমের সানগ্লাস। ইউভানের মুখে হাসি। পরে ইনস্টা গল্পে ডাবের ছবি দিয়েছেন। তবে নিজেকে আড়াল করে রেখেছেন শুভশ্রী।

এরপর শুক্রবার সকালে প্রকাশ্যে এলেন টলিউডের এই সুন্দরী অভিনেত্রী। দুটি ছবি শেয়ার করেছেন তিনি। প্রথমটিতে, ইউভান তার মায়ের কোলে।

আর দ্বিতীয় সেলফি তুলেছেন রাজের সঙ্গে। তার পরনে কালো বিকিনি। তার কাছে কালো ফ্রেমের সানগ্লাসও রয়েছে। দুটি ছবি সুইমিং পুল থেকে তোলা। ইয়ালিনি সফরে আছেন কি না তা জানা যায়নি।

শুভশ্রী ২০২৩ সালের নভেম্বরে কন্যা ইয়ালিনির জন্ম দেন। কয়েক মাসের মধ্যে গর্ভাবস্থার অতিরিক্ত ওজন হ্রাস করেন। তিনি বিকিনিও পরেছিলেন। অবশ্য গর্ভাবস্থায়ও বেবি বাম্পের সঙ্গে বিকিনি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন তিনি।

দ্বিতীয় গর্ভধারণের ঘোষণার পর তিনি ইন্দোনেশিয়ার বালিতে যান। এমনকি তিনি মাত্র কয়েক মাস বয়সী ইয়ালিনির সাথে পাতায়াতে গিয়েছিলেন। সেখানেও বিকিনির ছবি পোস্ট করতে ভুলেননি।

শুভশ্রী ও রাজ এখন কাজের জন্য খুব ব্যস্ত। মুক্তির অপেক্ষায় আছেন বাবলি। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন রাজ। আর নাম ভূমিকায় শুভশ্রী। সঙ্গে আছেন আবির ও সরসেনী।

ছবিটি জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শোনা যাচ্ছে, ছুটি কাটিয়ে ফিরেই ছবির প্রচারে যুক্ত হবেন তিনি।

এদিকে দীর্ঘদিন পর এসভিএফ-এর সঙ্গে কাজ করতে যাচ্ছেন রাজ। সেই ছবিতে রয়েছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অহনা দত্ত, অনসুয়া মজুমদার। এই সিনেমায় শুভশ্রীকেও দেখা যাবে। দেবালয় ভট্টাচার্যের পরবর্তী ছবিতেও নায়িকা হিসেবে দেখা যাবে শুভশ্রীকে।

শুভশ্রী প্রমাণ করেছেন বিবাহ এবং মাতৃত্ব ক্যারিয়ারে কোনও নেতিবাচক প্রভাব ফেলে না। নিঃসন্দেহে একটি বড় মাইলফলক তৈরি করেছে। ইউভানের যখন জন্ম হয়েছিল, তখন করোনা ভাইরাসের কারণে অনেক বিধিনিষেধ ছিল। কিন্তু ইয়ালিনী চুটিয়ে গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। জিম থেকে শুটিং করা, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া- সবই করেছেন। আর মেয়ের জন্মের দেড় মাসের মধ্যেই চাকরি ছেড়ে চলে যান উত্তরবঙ্গে বাবলির কাজে।

শেয়ারনিউজ, ০৭ জুন ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে