ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

বাড়ছে মোটরসাইকেলের দাম

২০২৪ জুন ০৬ ১৭:০৩:৪৪
বাড়ছে মোটরসাইকেলের দাম

নিজস্ব প্রতিবেদক : ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে।

প্রস্তাবিত এই বাজেটে মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানির আমদানিতে শুল্ক ৫ শতাংশ থেকে ১৫ শতাংশে বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। ফলে আমদানি করা ২৫০ সিসির ওপরের মোটরসাইকেলে দাম বাড়ছে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান।

তিনি বলেন, ২৫০ সিসির ঊর্ধ্বসীমা ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের জন্য যন্ত্রাংশগুলো আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ ধার্য করার সুপারিশ করছি।

একইসঙ্গে বাংলাদেশ কাস্টমস ট্যারিফে সংশ্লিষ্ট পণ্যের বিপরীতে বিদ্যমান আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ ধার্য করার সুপারিশ করছি।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে