ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বন্ধ হচ্ছে বিদেশ থেকে স্বর্ণ-মোবাইল আনার সুযোগ

২০২৪ জুন ০৬ ১২:২১:১০
বন্ধ হচ্ছে বিদেশ থেকে স্বর্ণ-মোবাইল আনার সুযোগ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২০২৪-২৫ বাজেটে ব্যাগেজ বিধিমালা পরিবর্তন করা হচ্ছে। সীমিত হচ্ছে স্বর্ণ ও মোবাইল আনার পথ। এতদিন শুল্ক ছাড়া দুটি নতুন মোবাইল আনা যেত। এখন শুল্ক দিয়ে একটি মাত্র মোবাইল আনা যাবে। স্বর্ণের অলংকার ২২ ক্যারেটের বেশি হতে পারবে না।

আজ বৃহস্পতিবার (০৬ জুন) বাজেট উপস্থাপনের পর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা।

এনবিআর কর্মকর্তারা বলছেন, মপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনার প্রবণতা কমাতে প্রায়ই উদ্যোগ নেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন বাজেটে ব্যাগেজ নীতিমালা পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

প্রস্তাব অনুযায়ী, বিদেশ থেকে আগত একজন যাত্রী পরিধেয় বা অপরিধেয় অবস্থায় সর্বোচ্চ ২২ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণ আনতে পারবেন। রুপা আনতে পারবেন ২০০ গ্রাম। তবে ২৪ ক্যারেটের স্বর্ণ গলিয়ে আনতে পারবেন না।

এতদিন শুল্ক ছাড়া দুটি ও শুল্ক দিয়ে ছয়টি মোবাইল আনা যেত। এখন তিনটির বেশি মোবাইল আনা যাবে না। শুল্ক দিয়ে একটি মাত্র মোবাইল আনা যাবে।

৩০ হাজার টাকা পর্যন্ত মোবাইলের জন্য ৫ হাজার টাকা, ৩০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত ১০ হাজার টাকা আর ৬০ হাজারের বেশি দামের ফোনের জন্য শুল্ক দিতে হবে ২৫ হাজার টাকা।

দাম বাড়তে পারে যেসব পণ্যেরদাম বাড়তে পারে যেসব পণ্যেরনতুন নিয়ম অনুযায়ী, বিদেশি পাসপোর্টধারীরা সর্বোচ্চ ১ লিটার পর্যন্ত মদ আনতে পারবেন। তবে বাংলাদেশিরা তা পারবেন না।

১২ বছরের কম বয়সী যাত্রী স্বর্ণ, মদ ও সিগারেট আনতে পারবে না বলেও প্রস্তাব রাখা হয়েছে বাজেটে।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে