ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

রূপালী ব্যাংকের তিনশ কোটি টাকা আত্মসাৎ

২০২৪ মে ৩১ ০৭:১৭:৪৩
রূপালী ব্যাংকের তিনশ কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক থেকে তিনশ কোটি টাকা আত্মসাত করা হয়েছে। আত্মসাতের এই মামলায় ডলি কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন কর্মকর্তারা।

দুদক সূত্রে জানা যায়, ডলি কনস্ট্রাকশন ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রূপালী ব্যাংক থেকে ঋণের প্রায় ৭৫২ কোটি টাকা উত্তোলন করে।

এর বিপরীতে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করে ৩০৮ কোটি টাকার মতো। এখনও বাকি আছে আরও প্রায় তিন’শ কোটি টাকা। যা আত্মসাতের অভিযোগ এনে গেল বছর এপ্রিলে মামলা করে দুদক।

নাসিরউদ্দিন ছাড়াও মামলায় তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডলি আক্তারকে আসামি করা হয়।

এছাড়া, আরও আসামী করা হয়েছে রূপালী ব্যাংক প্রধান কার্যালয়ের সাবেক উপ-মহাব্যবস্থাপক খালেদ হোসেন মল্লিকসহ কয়েকজন।

শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে