ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

রেমিট্যান্সের পালে হাওয়া, এক মাসে ছাড়াল ২০০ কোটি ডলার

২০২৪ মে ৩১ ০৬:০১:৩০
রেমিট্যান্সের পালে হাওয়া, এক মাসে ছাড়াল ২০০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় দর একদিনে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা করার পর থেকেই রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে।

চলতি মে মাসের প্রথম ২৯ দিনেই দেশে আসা প্রবাসী আয় রেমিট্যান্সের পরিমাণ ২০০ কোটি ডলার পার করেছে। যা গতবছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

চলতি মে মাস নিয়ে টানা দুই মাস ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স বৈধ চ্যানেলের মাধ্যমে পেল বাংলাদেশ। এর আগে গত মাস এপ্রিলে ২০৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল দেশের ব্যাংকিং চ্যানেলে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি মে মাসের ১ থেকে ২৯ তারিখ সময়ে রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ডলার। গতবছরের মে মাসের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৫ কোটি ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাসের ২৯ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ১২৬ কোটি ডলার।

গত অর্থবছরের একই সময় শেষে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯২৭ কোটি ডলার।

অর্থাৎ রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ১০.৩০ শতাংশ।

শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে