ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ছয় অঞ্চলের গ্রামীণ গ্রাহকদের জন্য সুখবর

২০২৪ মে ৩০ ১১:১৫:১৫
ছয় অঞ্চলের গ্রামীণ গ্রাহকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত ছয় অঞ্চলের গ্রাহকদের ফ্রি মিনিট এবং ইন্টারনেট দিচ্ছে। মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালে আক্রান্ত দুর্যোগকবলিত অঞ্চলে আমাদের নেটওয়ার্ক টিম ২৪ ঘণ্টা তৎপর আছে যেকোনো সমস্যা মোকাবেলায়।

দুর্যোগের এই সময়ে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, খুলনা, যশোর ও বরিশাল অঞ্চলের গ্রামীণফোন গ্রাহকদের জন্য ১০ মিনিট এবং ৫০০ এমবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি।

ফ্রি এই মিনিট ও ইন্টারনেট পেতে গ্রাহককে *১২১*৫০৫০#-এ ডায়েল করতে হবে বলে জানানো হয়েছে। ২৪ ঘণ্টা মেয়াদে এই ফ্রি সেবা দেবে গ্রামীণফোন।

পোস্টে একজন ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, ‘ওদিকে তো ইন্টারনেট ও নেটওয়ার্ক নাই, ব্যবহার করবে কীভাবে? তার চেয়ে সারা দেশ দেন, যারা পারবে তারা ব্যবহার করবে।’

আরেকজন লিখেছেন, ‘ভালো করেছেন। আশা করি দেশের যেকোনো দুর্গত এলাকায় এই সেবা সব মোবাইল কোম্পানি চালু রাখবে।’

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে