ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ঋণ দেওয়ার ক্ষেত্রে ‘তৃতীয় পক্ষের’ দ্বারস্থ ব্যাংক

২০২৪ মে ২৮ ২২:৫০:১৮
ঋণ দেওয়ার ক্ষেত্রে ‘তৃতীয় পক্ষের’ দ্বারস্থ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যিক ব্যাংকগুলো মন্দ ঋণ ও খেলাপির অপতৎপরতা ঠেকাতে এবং নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে ‘তৃতীয় পক্ষের’ দ্বারস্থ হতে যাচ্ছে। এই লক্ষ্যে ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা যাছাইয়ে প্রাইভেট ক্রেডিট ব্যুরো (পিসিবি) নামে নতুন সংস্থা তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক ও গ্রাহকের মধ্যে মধ্যস্থতাকারী এই সংস্থাটি গ্রাহকের সম্পদ ও যোগ্যতা নির্ধারণ করে রেটিং দেবে। ওই রেটিংয়ের ভিত্তিতেই গ্রাহক ঋণ পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে যে সংস্থার ওপর দায়িত্ব দেওয়া হবে, তারাও যদি অসততার পরিচয় দেয় তবে এটি বুমেরাং হিসাবে দেখা দিবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটি এজেন্ডা ছিল ক্রেডিট ব্যুরো (পিসিবি) ও ডিজিটাল ব্যাংকিং। ডিজিটাল হিসেবে কার্যক্রম শুরু করতে নগদকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে