ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

তিতাসের বকেয়া পরিশোধ, মন্নু সিরামিকসের সব ইউনিট উৎপাদনে

২০২৪ মে ১৯ ২২:৪০:১২
তিতাসের বকেয়া পরিশোধ, মন্নু সিরামিকসের সব ইউনিট উৎপাদনে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন এতোদিন গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছিল। বার্ষিক লক্ষ্যমাত্রা বা সক্ষমতার তুলনায় কম উৎপাদন নিয়ে চলছিল ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি।

তবে তিতাস গ্যাসের পুরনো সংযোগ নতুন করে পাওয়ায় সম্প্রতি কারখানায় সব ইউনিটে পূর্ণ মাত্রায় উৎপাদন শুরু হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, মন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের তিতাস গ্যাসের বিল বকেয়া ছিল ৩ কোটি ৫০ লাখ টাকা। বকেয়া পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল তিতাস কর্তৃপক্ষ। গত সপ্তাহে বকেয়া টাকা পরিশোধ করা হলে তিতাস গ্যাস কোম্পানিটির গ্যাসসংযোগ পুন:স্থাপন করে। যার ফলে কারখানার সব ইউনিটে উৎপাদন পূর্ণ মাত্রায় চালু হয়েছে।

চলতি অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) মন্নু সিরামিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩২ পয়সা।

সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ২০২২ সালেও একই পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে।

শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে