ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

থমকে গেল বীমা খাত

২০২৪ মে ১৪ ১৭:৪৮:০৪
থমকে গেল বীমা খাত

নিজস্ব প্রতিবেদ : দরপতনের মধ্যে পর পর দুই কার্যদিবস বীমা খাত আলো ছড়িয়েছে শেয়ারবাজারের লেনদেন চিত্রে। যেখানে সবগুলো খাত দরপতনের কবলে ছিল সেখানে বীমা খাত ঘুড়ে দাঁড়িয়েছে। অথচ আজ ১৪ মে সেই বীমা খাত সেই উত্থান থেকে থমকে গেছে। এদিন ব্যাপক দরপতন হয়েছে এই খাতে। এতে হতাশ হয়েছে বিনিয়োগকারীরা।

আজ দেশের শেয়ারবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে দর কমেছে ৩৪৩টি। যার মধ্যে ছিল বীমা খাতের ৫৫টি কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫৮টি কোম্পানি রয়েছে। এর মধ্যে আজ ডিএসইতে বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫৫টি এবং কমেছে ৩টি কোম্পানির দর। আজ এ খাতে মোট ১ কোটি ৭ লাখ ৭৯ হাজার ৫৭৪টি শেয়ার ১৬ হাজার ৩৭৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬৪ কোটি ৯০ লাখ টাকা।

গতকাল এ খাতে মোট ২ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৩৪০টি শেয়ার ৩১ হাজার ৩৬৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ১০৮ কোটি ৫০ লাখ টাকা।

অর্থাৎ একদিনের ব্যবধানে বীমা খাতে লেনদেন কমেছে ৪৩ কোটি ৬০ লাখ টাকা।

প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ ডিএসইতে বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির দর ৪ টাকা বা ৯.৩২ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ৩৮ টাকা ৯০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে বিজিআইসির। আজ ডিএসইতে কোম্পনিটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৩.০০ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ৪২ টাকা ১০ পয়সায়।

আর ২ টাকা ৮০ পয়সা বা ২.৯৭ শতাংশ দর কমে তৃতীয় অবস্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৯১ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- কর্নফুলী ইন্স্যুরেন্সের ২.৯৬ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২.৯৬ শতাংম, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২.৯৬ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ২.৯৫ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ২.৯৫ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২.৯৪ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২.৯৩ শতাংশ, সেনা কল্যান ইন্স্যুরেন্সের ২.৯৩ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২.৯৩ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২.৯২ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ২.৯২ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ২.৯২ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ২.৯০ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ২.৮৭ শতাংশ, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ২.৮৬ শতাংশ, চার্টার্ড ইন্স্যুরেন্সের ২.৮৫ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২.৮৫ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২.৮৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২.৮৩ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ২.৮২ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ২.৮১ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২.৮১ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.৮১ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ২.৮০ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২.৮০ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ২.৮০ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ২.৭৯ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ২.৭৯ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.৭৮ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ২.৭৭ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ২.৭৬ শতাংশ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ২.৭৫ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.৭৩ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২.৭১ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২.৭০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ২.৬৯ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ২.৬১ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২.৬০ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২.৬০ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২.৫৩ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২.৫১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২.২১ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২.১৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২.০৭ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১.৮৫ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১.৮২ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১.৮১ শতাংশ, প্রগতী ইন্স্যুরেন্সের ১.৬৮ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১.১৪ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ১.০৪ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ০.৬৭ শতাংশ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের ০.২৬ শতাংশ দর কমেছে।

শেয়ারনিউজ, ১৪ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে