ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

আমিরাতে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক সেমিনার

২০২৪ মে ০৬ ২২:৫৮:৩৬
আমিরাতে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ‘বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা : পরিপ্রেক্ষিত তথ্যপ্রযুক্তির রূপান্তর ও উদ্ভূত সমস্যা এবং আমিরাতের করনীতির সাম্প্রতিক নির্দেশনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৫ মে) দুবাইয়ের বেস্ট ওয়েস্টার্ণ পার্ল ক্রীক হোটেলের ব্যাংকুয়েট হলে দুবাই বাংলাদেশ কনসুলেট জেনারেল আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

সেমিনারে সংযুক্ত আরব আমিরাত সরকার, আমিরাতের ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন।

আমিরাতের ব্যবসায়ী ও প্রবাসীদেতর বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে পরিবেশ মন্ত্রী বর্তমান সরকারের গৃহীত বিনিয়োগবান্ধব পদক্ষেপের কথা উল্লেখ করে সবাইকে বাংলাদেশে বিনিয়োগের অনুরোধ করেন এবং বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের বিষয় বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

শেয়ারনিউজ, ০৬ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে